Refund Policy

Sumit Exampro প্ল্যাটফর্মে স্বাগতম। আপনি যখন আমাদের কোনও কোর্সে এনরোল করেন, তখন আপনি আমাদের শর্তাবলীতে সম্মত হন। এই রিফান্ড পলিসিটি আমাদের রিটার্ন এবং রিফান্ড সংক্রান্ত নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়।

❌ রিফান্ড নেই

আমাদের সমস্ত কোর্স, সাবস্ক্রিপশন ও ডিজিটাল পণ্য সম্পূর্ণ non-refundable। অর্থাৎ, একবার পেমেন্ট সম্পন্ন হলে, তার জন্য কোনও প্রকার রিফান্ড দেওয়া হবে না।

📌 কেন আমরা রিফান্ড দিই না?

  • আমাদের কোর্সগুলো একবার এনরোল করলে সাথে সাথে এক্সেসযোগ্য হয়।
  • আপনি কোর্স কনটেন্ট ডাউনলোড বা এক্সেস করতে পারেন সঙ্গে সঙ্গে।
  • কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে সুনির্দিষ্ট কনটেন্ট ও এক্সপেরিয়েন্সের ভিত্তিতে।

💡 এনরোল করার আগে:

আমরা অনুরোধ করব কোর্সে এনরোল করার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত হয়ে নিতে—

  • কোর্স ডিটেইলস ও কারিকুলাম ভালোভাবে পড়ুন।
  • যদি কোনও প্রশ্ন থাকে, আমাদের কনট্যাক্ট পেজ থেকে যোগাযোগ করুন।

📞 সহায়তা লাগলে:

যদি আপনার কোনও সমস্যা হয় বা কোর্স অ্যাক্সেস নিয়ে প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা চেষ্টা করব যথাসম্ভব দ্রুত আপনাকে সহায়তা করতে।

📩 Email: contact@sumitexampro.in
📱 WhatsApp: +91 9239264122